The people of Rangpur division have to depend on Dhaka for visas, air tickets, railway tickets, different countries. From now on, those services will be available from Rangpur.
ট্রাভেল পয়েন্ট হলিডে রংপুর বিভাগের লোকদের বিশেষ সার্ভিস দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে। রংপুর বিভাগের লোকদের বিভিন্ন ধরণের ভিসার জন্য ঢাকার উপর নির্ভর করতে হয়। ঢাকার সার্ভিস গুলো এখন রংপুরে পাওয়া যাবে।ট্রাভেল পয়েন্ট হলিডেতে অভ্যন্তরিন এবং আন্তর্জাতিক এয়ার টিকিট পাওয়া যাবে। এই সার্ভিস চালু হওয়ার কারণে সময় সাশ্রয়ের সাথে সাথে ব্যয়ও হ্রাস পাবে। আমরা রংপুর বিভাগে সকল ধরণের পরিষেবা চালু করতে চাই। আমরা সবসময় ভাল সেবা দেওয়ার চেষ্টা করব। আমি রংপুর বিভাগের সকলের সহযোগিতা কামনা করছি।